সিবিএন ডেস্ক :

খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার ২০২১-২২ ইং সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি পূনর্গঠন সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবু মুসার সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নুরুল্লাহ জিহাদীর পরিচালনায় কক্সবাজার জেলা শাখা পূনর্গঠন উপলক্ষে মজলিশে শূরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল।

সভায় ২০২১ ও ২০২২ইং সেশনের জন্য কক্সবাজার জেলা নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা করেন ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল। কাউন্সিলরদের ভোটে আগামী দুই বছরের জন্য পুনরায় জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা মুফতি আবু মুসা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা হাফেজ নুরুল্লাহ জিহাদী। প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল উপস্থিতিতে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরামর্শ করে (২০২১/২০২২) সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি মজলিশে শূরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা নিম্নরুপ :

১। সভাপতি মাওলানা মুফতি আবু মুসা
২। সহ সভাপতি মাওলানা সিদ্দিক আহমদ
৩। সহ সভাপতি মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ
৪। সহ সভাপতি হাফেজ মাওলানা ইউনুস
৫। সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ তোহা
৬। সহ সভাপতি হাফেজ মাওলানা শহীদুল্লাহ মিয়াজী

৭। সাধারণ সম্পাদক হা: মাওলানা নুরুল্লাহ জিহাদী
৮। সহ-সাধারণ সম্পাদক মাওলানা এরশাদুল হক আরমান
৯। সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মীর সিরাজুল মোস্তাফা
১০। সহ সাধারণ সম্পাদক আবদুর রহিম মঞ্জু
১১। সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহীদু্লাহ নাঈম
১২। সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান
১৩। বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক
১৪। প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ইমরান উদ্দিন
১৫। সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা এডভোকেট শাহাদত হোসাইন
১৬। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল হক
১৭। দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন
১৮। পাঠাগার সম্পাদক মাওলানা নুরুল আলম
১৯। সদস্য হাফেজ মাওলানা আবু বকর
২০। সদস্য শহর সভাপতি
২১। সদস্য শহর সাধারণ সম্পাদক
নবনির্বাচিত জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবু মূসার মোনাজাতের মধ্য দিয়ে মজলিসে শুরার সাধারণ অধিবেশন সমাপ্ত হয়।

-প্রেস বিজ্ঞপ্তি