বার্তা পরিবেশক :
এস এস সি ১৯৭১ ব্যাচের পরীক্ষার্থীদের সংগঠন সতীর্থ-৭১-এর সম্মিলন ও মিলনমেলা-২০২১ আগামী ২ এপ্রিল শুক্রবার কক্সবাজার সিটি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার সকালে শহরের লালদিঘী পাড়স্থ হোটেল প্যানোয়ার নাহার রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সতীর্থ-৭১ সম্মিলন ও মিলনমেলা-২০২১ এর বাস্তবায়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম।
সভায় সম্মিলন ও মিলনমেলা উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার জন্য স্মৃতিচারণ, কবিতা, গল্প, ভ্রমণকাহিনি, রম্যরচনাসহ জানা-অজানা বিষয়সমূহ নিয়ে লেখা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যে সভাপতি বা সাধারণ সম্পাদক বা স্মরণিকা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক মকবুল আহমদের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সতীর্থ-৭১ সম্মিলন ও মিলনমেলা-২০২১ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ফজলুল হক চৌধুরী (রামু), দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সতীর্থ যথাক্রমে এডভোকেট এম মনিরুজ্জামান ও ছাবের আহমদ, মহেশখালী উপজেলার ইউনুছখালী উচ্চ বিদ্যালয়ের সতীর্থ যথাক্রমে কক্সবাজার সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল ও মনজুরুল আলম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সতীর্থ যথাক্রমে হাজী ছিদ্দিকীয়া কেজি স্কুলের সিনিয়র শিক্ষক সামশুদ্দিন আহমদ (ভারুয়াখালী), কক্সবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী নূরুল হুদা (ভারুয়াখালী), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক আবুল কালাম ফরাজী (জালালাবাদ) ও মোহাম্মদ হেফাজত উল্লাহ (ইসলামাবাদ), রামু খিজারী হাইস্কুলের সতীর্থ যথাক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার শর্মা, মোহাম্মদ নূরুল হক ও মোহাম্মদ আছেম।
সতীর্থ-৭১ ফোরামের পরবর্তী সভা আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২১ রোজ শনিবার শহরের লালদিঘীর পাড়স্থ হোটেল প্যানোয়াতে অনুষ্ঠিত হবে। সভায় সতীর্থ-৭১ এর নির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ সতীর্থদেরকে উপস্থিত থাকার জন্য সতীর্থ-৭১-এর সম্মিলন ও মিলনমেলা-২০২১-এর নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক চৌধুরী অনুরোধ করেছেন।
সভায় সতীর্থদেরকে সাম্প্রতিক সময়ের তোলা পাসপোর্ট সাইজের ছবি ও পরিচিতি নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে।