ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার শহরের মধ্যম কলাতলী ঝরঝরিকুয়া এলাকার একটি বসতঘর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে নাহিদা বেগম (২৮) এর বসত ঘরে অভিযানটি পরিচালনা করা হয়। তবে, পালিয়ে গেছে গৃহিণী।

শনিবার ভোরে এ খবর জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

তার দেয়া তথ্য মতে, নাহিদা বেগম নামের গৃহিণী দীর্ঘ দিন ঘরে বসে কৌশলে মাদক কারবার চালিয়ে যাচ্ছিল, এই সংবাদে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে বিশেষ টিমের অভিযান চালায়। এ সময় স্কচটেপ ও পলিকাগজ মোড়ানো ২ টি প্যাকেটে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তবে, অভিযানকালে রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় গাঁজার মালিক নাহিদা বেগম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে নাহিদা বেগমকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬ (১) সারণীর ১৯ (ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।