ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার শহরের ঝাউতলা থেকে ৪০০০ ইয়াবাসহ শহিদুল ইসলাম (২৭) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটক শহিদুল ইসলাম টেকনাফ সাবরাংয়ের ৫ নং ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক জীবন বড়ুয়া।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)কে এ খবর জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তিনি জানান, এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে, এমন সংবাদে ঝাউতলার হোটেল সাগরিকার সামনে অভিযান চালানো হয়। এ সময় চার হাজার ইয়াবাসহ শহিদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। তিনি মাদক কারবারি।
এ ঘটনায় উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে শহিদুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।