আব্বাস সিদ্দিকী ,কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ম দিন করোনার টিকা গ্রহণ করেছেন ২০২জন। এনিয়ে ৫ম দিনে করোনার টিকা গ্রহণ করলেন ৭শ ৩০ জন।এর মধ্যে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিষয়টি দৈনিক রূপসীগ্রামের প্রতিনিধিকে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে আজ ৫ম দিনে টিকা গ্রহণ করেছেন উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী, যুবলীগের মাহমুদুল করিম, সিরাজুল ইসলাম লেদু, মো: মিজানুর রহমান, মো: ফারুকসহ বিভিন্ন শ্রেণীর মানুষেরা। জানা যায়, উদ্বোধনের ১ম দিন টিকা নিলেন ৩০ জন, ২য় দিন ৯০ জন, ৩য় দিন ১৭৯ জন, ৪র্থ দিন ২২৯ জন এবং আজ ৫ম দিন করোনার টিকা গ্রহণ করেছেন ২০২ জন।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় হাজার ডোজ করোনার ভ্যাকসিন এসেছে।