আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে পুলিশের অভিযানে ছদ্মবেশী সিএনজির ড্রাইভারসহ পেশাদার ৩ ছিনতাইকারী কে আটক করা হয়েছে।
ছিনতাইকারীদের নিকট ব্যবহ্নত সিএনজিসহ ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
৮ ফেব্রুয়ারী (সোমবার) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের থানার টহল ডিউটিতে এএসআই মোহাঃ ফয়েজ আহমদের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রামু থানাধীন রাবেতা জামতল নামক স্থানে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কে ছিনতাইকালে ৩ জন ছিনতাইকারী কে আটকপূর্বক তাদের ব্যবহ্নত ছোরাসহ সিএনজি উদ্ধার করা হয়েছে ।
Hide quoted text
আটককৃতরা হলো,উখিয়ার কবির আহমেদের পুত্র দিদারুল আলম (২৭) একই উপজেলার মঞ্জুর আলমের পুত্র মোজামুহক (২৫) সহ শফিকুর রহমানের পুত্র রফিক উদ্দিন(২৫)।
সূত্র জানায়,দীর্ঘদিন যাবত কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কে ছদ্মবেশে সিএনজির ড্রাইভার সেজে তারা ছিনতাই করে আসছিলো। রাতে চলাফেরা করা খুবই ভয়ংকর হয়ে দাঁড়িয়েছিলো। রামু ক্রসিং হাইওয়ে পুলিশ রাত্রিকালীন টহল জোরদার করায় ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আনোয়ারুল ইসলাম বলেন, টেকনাফ মহাসড়কে ছিনতাইকালে পেশাদার তিন ছিনতাইকারীকে আটক পূর্বক রামু থানায় হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে সড়ককে নিরাপদ এবং শৃঙ্খলা ফেরাতে রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে। সড়কে মানুষ নির্বিঘ্নে চলাচলে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের কার্যক্রম আরো বেগবান করা হয়েছে। সামগ্রিক কার্যক্রম বাস্তবায়নে আমরা সজাগ রয়েছি।