সিবিএন ডেস্ক :

পৌরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি সরবরাহের লক্ষে এডিবির জরুরী সহায়তা প্রকল্পের আওতায় ওভার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার নির্মাণ কার্যক্রম শুরু করেছে কক্সবাজার পৌরসভা।
রোববার বিকেল ৪টার দিকে মহাজের পাড়ার টাংকি পাহাড়ে গুরুত্বপূর্ণ এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়।
এসময় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলি, প্রকল্প পরিচালক আবদুল হালিম খান, কক্সবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, ইএপির ডিপিডি মোস্তাফিজুর রহমান, স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, পৌরসভার ওয়াটার সুপার ইঞ্জিনিয়ার টিটিন দাশ, প্রজেক্ট ম্যানেজার বখতিয়ার হোসেন ও টিম লিডার জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, এডিবির অর্থায়নে প্রায় একশো ২৫ কোটি টাকা ব্যয়ে টেকসই পাইপলাইনসহ এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানি সমস্যা থেকে মুক্তি পাবে কক্সবাজার শহরের বাসিন্দারা।
নানা প্রতিবন্ধকতার মাঝে মেয়র মুজিবুর রহমান দায়িত্ব নেয়ার পর এ প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে।