মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
হৃদয়ছোয়া আনন্দে, নান্দনিক আয়োজনে, উপভোগ্য ইভেন্টে, শিক্ষামূলক সর্বোচ্চ বিনোদন দেওয়ার সফল প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে-কক্সবাজার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (CHRDF) এর শাখা প্রতিষ্ঠান কক্সবাজার ল্যাঙ্গুয়েজ সেন্টার (CLC) বার্ষিক ফেসটিভ ডে কাম পিকনিক।
শুক্রবার ৫ ফেব্রুয়ারী উখিয়ার গর্জনবুনিয়া অর্গানিক এগ্রো ইকো পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। ফেসটিভ ডে-তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ উপর শিক্ষামূলক, বিনোদনধর্মী, নান্দনিক ও উপভোগ্য ডজনখানেক বিভিন্ন ইভেন্ট এর আয়োজন ছিল অসাধারণ ও চমৎকার। কুইজ কম্পোটিশন, বিস্কুট গেইম, ওয়ার্ডগেইম, র্যাফল ড্র, বল নিক্ষেপ, পিলু গেইম, বেলুন ফুটানো গেইম, হাঁস ধরা, লটারী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক বলা, শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতায় ভরপুর ছিলো পুরো মনমাতানো আয়োজন।
তারমাঝে, পাহাড়ি অপরূপ দৃশ্য যেন হৃদয় ছুৃয়ে যায়। আয়োজনের প্রতিটি ক্ষন, প্রতিটি মুহুর্ত ছিলো উপভোগ্য ও সবার প্রাণোচ্ছল অংশগ্রহণ। এই ফেসটিভ ডে কাম পিকনিকে প্রায় অর্ধ্বশত এক্সিকিউটিভ ও মেম্বারের সরব উপস্থিতিতে শুক্রবার মুখরিত হয়ে উঠে উখিয়ার গর্জনবুনিয়ার পুরো অর্গানিক এগ্রো ইকো পার্ক। সবার মাঝে বয়ে যায়-প্রাণের উচ্ছ্বাস। হৃদ্যতাপূর্ণ, ঘনিষ্ঠ ও প্রাকৃতিক দৃশ্যে সৃষ্টি হয় এক আবেগময় পরিবেশ। ফেসটিভ ডে কাম পিকনিক উপলক্ষে উৎসবের আবহ তৈরি হয়-পাহাড়ঘেষা অপরূপ সৌন্দর্য্যের পার্ক জুড়ে।
কক্সবাজারে একদশকের বেশি সময় ধরে অধুনিক ও উন্নত ইংরেজি ভাষা বিস্তারে নিরন্তর পথচলা কক্সবাজার ল্যাঙ্গুয়েজ সেন্টার (CLC) এর অনবদ্য এই আয়োজনে এক্সিকিউটিভদের মধ্যে সিএলসি’র ভাইস প্রেসিডেন্ট সাজেদুল করিম সাজেদ, সিএলসি’র জেনারেল সেক্রেটারি নাহিয়ান উদ্দিন জ্বিলানী, ট্রেজারার মোঃ মাহবুবুর রহমান, কমিউনিকেশন সেক্রেটারি জিয়াউল হক জিয়া, ম্যানেজমেন্ট সেক্রেটারি আবিদ বিন কাসেম তানভীর, পাবলিসিটি সেক্রেটারি সঞ্জয় শর্মা, অফিস সেক্রেটারি ফাতেমা তাসনিম ঝুমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া এই বিশাল আয়োজনে সিএলসি’র রিগুলার মেম্বারদের মধ্যে মোহাম্মদ রিয়াজ, মোঃ নজরুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী, মিজবাহুর রহমান, শেফায়েত আলী, শাহেরাজ রহমত নিশান, মোহাম্মদ মহসীন
মোহাম্মদ ইরফান, তাহামিদুর রহমান তাকিব, ইমরান মোর্শেদ আবির, মোঃ সাইফুল্লাহ বাপ্পি, সাফাওয়ান মুক্তাসিম, আইভীন সুলতানা রুপা, মাইমুনুল ইসলাম, সিরাজুল মোস্তফা, আমান ওয়াহিদ, রুশ্নি আক্তার, ফারুক মোঃ সোহেল, আফসানা মিমি, সিফাত, মনিরুল হক, কহিনুর আক্তার, সুইনুুপ্রু মার্মা, ফয়েজ উল্লাহ রুবেল, সাদিয়া শিকদার, মোঃ সজিব উদ্দীন, উম্মে আঈমন নওরিন, আক্কাস হোসাইন, মাকসুদুল হক, মকবুল আহমেদ, সায়েম, মঈন, এম.এস.নুর সহ আরো অনেকে অংশ নেন।