বলরাম দাশ অনুপম : প্রথমবারের মত পর্যটন নগরী কক্সবাজারের প্রিয়পরম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের জেলা মন্দির হতে তাঁর কথা সরাসরি সম্প্রচারিত হতে যাচ্ছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৫টা ৫১ মিনিটে সমবেত বিনতী প্রার্থনার মাধ্যমে এই সম্প্রচার শুরু হবে। এরপর শ্রীশ্রীঠাকুর পৌএ পূজ্যপাদ শ্রী বিনায়ক চক্রবর্তীর সাথে জীবনীয় কথা সম্প্রচারিত হবে একই দিন রাত ৮টায়। সরাসরি অনুস্টানটি দেখতে পারবেন ফেসবুক (তাঁর কথা) www.tarkotha.org তে। এদিকে এই অনুস্টানে কক্সবাজার জেলা ও শাখা সৎসঙ্গের সকল কর্মীবৃন্দ ও দাদা মায়েদের ৫ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৫টা থেকে স্ব-পরিবারে কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়স্থ সৎসঙ্গ মন্দিরে সমবেত হওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর রাজ বিহারী দাশ ও সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ।