প্রেস বিজ্ঞপ্তি:
সামাজিক সংগঠন ইয়াসিডের দ্বিতীয় বর্ষে পদার্পণ ও প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরের ১০০ ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়৷
গত ৩১ জানুয়ারি রবিবার রাত ১০ টার পরে শহরের কালুর দোকান থেকে শুরু হয়ে কলাতলি মোড় গিয়ে এই খাবার বিতরণ সম্পন্ন হয়। ইয়াসিড কক্সবাজারের তরুণ-যুবকদের একটি সংগঠন। যুবকদের দক্ষতা উন্নয়ন, সংগীতের মাধ্যমে শান্তি শিক্ষা প্রদান, গুণগত শিক্ষা ও দক্ষতা বিনিময়ের এর জন্য কাজ করছে। এছাড়াও তরুণ-যুকদের ইংরেজি ভাষা প্রশিক্ষণ, আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করে। সম্প্রতি করোনা মহামারির সময়ে ইয়াসিড হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণসহ নানা সমস্যা দূরীকরণে কাজ করে আসছে।
ইয়াসিডের নির্বাহী পরিচালক কায়সার হামিদ বলেন- প্রতিটি প্রতিষ্ঠানের বর্ষপূর্তি কিংবা প্রতিষ্ঠাবার্ষিকী কষ্টের মাধ্যমে যায়। কোভিড-১৯ এর কারণে ইয়াসিড এর প্রথম বছর ছিল খুবই চেলেন্জিং একটি বছর। আমরা এই কোভিড-১৯ সময়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ ও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি। আমরা কক্সবাজারের ২২ টি যুব-সংগঠনের সাথে এবং ইউথ লিডারদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। এছাড়াও অনেক ক্ষতিগ্রস্থ স্বেচ্ছাসেবীদের আর্থিক সহায়তা দিযতে সক্ষম হয়েছি। এখন আমরা আরও নিরলসভাবে কাজ করতে চাই এবং আমরা একটি দক্ষ যুবকদের দল বিশ্বকে উপহার দিতে চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইয়াসিডের মিউজিক সেচ্ছাসেবী রাউহান উদ্দিন, সেন্ট্রাল কো-অর্ডিনেটর হামিদ হোসেন, মিউজিক সেচ্ছাসেবী পিয়াল কান্তি শীল ও মোঃ সোয়াইব ইসলাম আরফাত।