বার্তা পরিবেশক:

কক্সবাজার সদর হাসপাতাল সড়ক নিবাসী কক্সবাজার প্রেস ক্লাব প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের ইন্তেকালে শোক প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বৎসর। তিনি স্ত্রী, ২পুত্র, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ১ ফেব্রæয়ারি দুপুর ২ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।