প্রেস বিজ্ঞপ্তি:
কুতুবদিয়ার উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা, ৬৬ এর ৬ দফাসহ বহু আন্দোলন-সংগ্রামের নেতৃত্বদানকারী নেতা ও উত্তরধূরং ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সামশুল ইসলাম তালুকদারের মৃত্যুবরণ করেছেন। গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দীন তালুকদারের পিতা।
এই পরীক্ষিত ও ত্যাগী আওয়ামী লীগ নেতার মৃত্যুতে আওয়ামী লীগসহ উপজেলা সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, প্রয়াত সামশুল ইসলাম তালুকদার জীবনের সবটুকু সময় বঙ্গবন্ধু আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। আওয়ামী লীগের ব্যানারে ৬৬ এর ৬ দফা ও ৭৯ এর গণঅভ্যূত্থানসহ দেশের সকল দুঃসময়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। দীর্ঘ দুইযুগ ধরে উত্তরধূরং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
প্রয়াত সামশুল ইসলাম তালুকদার জীবনে কখনো আদর্শচ্যূত হয়নি। সারাজীবন মুজিব আদর্শ লালন করেছেন। প্রত্যেকটি জাতীয় নির্বাচনে বলিষ্ঠ সাহসী ভূমিকা পালন করেন। ৯১ এর সাইক্লোনে সব সহায়-সম্পদ হারানোর পরও কোনো লোভ-লালসা এই জনপ্রিয় নেতাকে স্পর্শ করতে পারেনি। ব্যক্তিগত জীবনে খুব ধার্মিক এবং জনদরদী ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। ছিলেন উত্তরণ হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
শোক প্রকাশ করে নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ বলেছেন, এ জনদরদী নেতা, নিষ্ঠাবান আওয়ামী লীগ কর্মী এবং শিক্ষানুরাগী প্রবীণ নেতার মৃত্যুতে কুতুবদিয়াবাসী এক মহান নেতাকে হারালো। তার শূন্যতা কখনো পূর্ণ হওয়ার নয়। তার মৃত্যুতে সবাই শোকাহত।