মোঃ আকিব বিন জাকের, মহেশখালী :
রান্নার কাজে ব্যাবহৃত গ্যাসের সিলিন্ডার দিয়ে চালিত সি এন জি’র (অটোরিকশা’র) বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ ২৬ জানুয়ারী (মঙ্গলবার) মহেশখালীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান।
অভিযানে বিভিন্ন সি এন জি চালককে সর্বমোট ৯০০০/- ( নয় হাজার টাকা) জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন -মহেশখালী থানা পুলিশ , মহেশখালী ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ আনসার বাহীনির সদস্যরা।
উল্লেখ্য গত কয়েকদিন আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উপজেলার মাতারবাড়িতে তিন জনের মৃত্যু এবং দশ জন আহত হয়। এছাড়া গত ২০১৮ সালেও উপজেলার আদিনাথ মেলায় একিই ধরনের দূর্ঘটনায় প্রাণ হারায় দুজন এবং এখনো অনেকেই পঙ্গু হয়ে জীবনের সাথে লড়ছেন। তাই উপজেলা প্রশাসনের এই অভিযানে সন্তুষ প্রকাশ করছেন জনসাধারণ। এবং এই ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তারা।