প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করা হয়েছে।

২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় হোয়াইক্যং চেকপোস্ট সংলগ্ন মাঠে অর্ধশতাধিক শীতার্ত ও দুঃস্থ নারী ও পুরুষের মাঝে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান। অন্যান্যদের মধ্যে লে. মোস্তাকিন বিল্লাহ, এডি নুরুল হুদা, হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার বজলুর রহমান সহ ২ বিজিবির কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ৫০ জনের বেশি শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে কোভিড ১৯ এর প্রেক্ষিতে হতদরিদ্র জন সাধারণকে অনুদান হিসেবে ছাগল বিতরণ করা হয়।

অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। ২ বিজিবির আওতায় বিভিন্ন এলাকায় এ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।