বার্তা পরিবেশক:
জহির আলমকে আহবায়ক, এইচ এ মাসুদকে যুগ্ম আহবায়ক এবং মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট রামু উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন – যুগ্ম আহবায়ক যথাক্রমে মো. আনছারুল হক, হেমসেল সরওয়ার, শাহ জাহান লুতু, এরশাদ উল্লাহ, দেলোয়ার হোসেন লালু ও রিফাত শাহরিয়ার, সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন – মির্জা নুরুল আবছার, সোহেল রানা, গিয়াস উদ্দিন জাহান, আহমদ হোসেন বিপ্লব, এস এম জুয়েল, মো. শাহজাহান, শামসুল ইসলাম শাহিন, মুফিদুল আলম মুফিদ, রবিউল হাসান পারভেজ, জাহেদুল হক সিকদার, শওকত আলম, মো. আবদুল্লাহ ভূট্টো, সাইদুল ইসলাম সাইদ, আহসান উল্লাহ, আমান উল্লাহ, সাব্বির হোসেন বাদশা, জয়নাল আবেদীন, নাজিম উদ্দিন, মোস্তফা কামাল, মো. কাজল, পলাশ মনি ওসমান ও জসিম উদ্দিন জসিম।

গত ১৭ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের পরামর্শ এবং দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন ৩১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির অনুমোদন দেন।
রামু উপজেলা যুবদলের নবগঠিত কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ও কক্সবাজার জেলা যুবদলের প্রতি কৃতজ্ঞতা জানান।