মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মুজিব বর্ষ উপলক্ষে র্যাব (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) ২০২১ সালের প্রথম সপ্তাহ’কে র্যাব সেবা সপ্তাহ হিসাবে ঘোষণা করেছে। চলমান সেবা সপ্তাহের অংশ হিসেবে বুধবার ৬ জানুয়ারী সকাল ১১ টায় কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সদর দপ্তরে র্যাব সদস্যরা রক্তদান করবে। র্যাব-১৫ এ তথ্য জানিয়েছে। এছাড়াও একইদিন র্যাব-১৫ এর সকল ক্যাম্পে পনেরশ’র বেশি বৃক্ষ রোপন করা হবে। এসব কর্মসূচীতে গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট সকলেকে উপস্থিত থাকার জন্য র্যাব-১৫ এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।