গত ১ ও ৩ জানুয়ারী ২০২১ইং তারিখের দৈনিক ৭১ পত্রিকায় আমার নামে প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি।আমি সদর উপজেলাধীন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের পরপর দু’বার নির্বাচিত ইউ,পি সদস্য।এলাকায় আমার জনপ্রিয়তা রয়েছে।আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে পারি ধরে নিয়ে একটি কুচক্রি মহল,ইয়াবা ব্যবসায়ী,সন্ত্রাসী গ্রুপ মিলে আমাকে ইয়াবা ব্যবসায়ী সাজানোর জোর অপচেষ্টা চালিয়ে আসিতেছে।এরই ধারাবাহিকতায় মিথ্যা সংবাদ পরিবেশন করে,প্রকৃত ঘটনা কে আড়াল করে মাদক এবং সন্ত্রাসী গ্রুপ কে বাচাঁনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।আমি কখনো,কোনদিন মাদক ব্যবসায়ী ছিলাম না,এবং নাই।কখনো কোন সন্ত্রাসী কাজে জড়িত নাই।কারো কাছ থেকে চাঁদা দাবী তো দূরের কথা,ঘুষ নেয়ার অভিযোগ পর্যন্ত নাই।কেউ আইনের উর্ধ্বে নয়,আমি সর্বদা মাদক,মানব পাচার,ঘুষ,সুদ,খুন,চাঁদাবাজি, এবং দস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ করি।প্রশাসন কে মাদক,মানব পাচার সহ অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছি।তাই আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।আমি যদি সমাজে যুব সমাজের নষ্টের কারণ হয় এবং নিজ এলাকা চৌফলদন্ডী তথা দেশের ক্ষতি সাধন করে থাকি,বেঁচে থাকার অধিকার আমার নাই।আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।আমার বিরুদ্ধে দেওয়া অভিযোগের সত্যতা নিরপেক্ষ ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।সংবাদে উল্লেখিত জমি,বিভিন্ন মডেলের গাড়ি এবং কোটি কোটি টাকার অনুসন্ধানে দুদক এবং মাদক সহ সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরপেক্ষ তদন্ত করার জোর দাবী জানাচ্ছি।বিগত দিনেও এই পত্রিকা থেকে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ভূয়া সংবাদ পরিবেশন করা হয়েছিল।আমার প্রতিপক্ষগণ শুধু সংবাদ পরিবেশন করে ক্ষান্ত নয়,সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে নামে/বেনাম শতশত অভিযোগ দাখিল করে আসতেছে।প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ প্রকাশ্যে/গোপণে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছিল বলে জানতে পারি।সবিনয় অনুরোধ করছি,আমি অপরাধী হয়ে থাকলে দেশে প্রশাসন সহ আইন প্রয়োগকারী সংস্থা আছে।এদের কাছে গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।কিন্তু মিথ্যা সংবাদ পরিবেশন করে মান ক্ষুন্ন করবেন না।এলাকার আমি সহ আমার পরিবারের যথেষ্ট সুনাম আছে।সে কারণেই দীর্ঘ সাড়ে নয় বছর যাবৎ সুনামের সাথে দায়িত্ব পালন করিয়া আসিতেছি।আমি চ্যালেঞ্জ করে বলতেছি,সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত করে আমার বিরুদ্ধে আনত অভিযোগ বিষয়ে যদি সামান্যও সংশ্লিষ্টতা পাওয়া যায় আমি স্বেচ্ছায় শাস্তি ভোগ করিব।কাউকে প্রতিপক্ষ না ভেবে নিজেকে জনপ্রিয় করার চেষ্টা করুন।পরিশেষে সাংবাদিক ভাইদের অনুরোধ করবো,সত্য সংবাদ পরিবেশনের জন্য।মান্যবর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের সবিনয় অনুরোধ জানাচ্ছি যে,দৈনিক ৭১ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে অসংখ্য মামলা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।একটা পত্রিকার সম্পাদক হতে তাহার নূন্যতম যোগ্যতা নাই।সম্পাদক পদ কে পূজিঁ করে সে মূলত চাঁদাবাজি সহ প্রভাব বিস্তার করে।তাহার পূর্ব রেকর্ড তদন্ত করার জন্য নিজ এলাকায় খোঁজ নিলে সত্যতা পাওয়া যাবে।ভবিষ্যতে এ রকম এক পেশে মনগড়া সংবাদ পরিবেশন করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

প্রতিবাদকারী
মোঃ রাসেদুল ইসলাম (রাসেল)
এম.ইউ.পি, ৩নং ওয়ার্ড, চৌফলদন্ডী, সদর কক্সবাজার।