খলিল চৌধুরী, সৌদি আরব
মধ্যপ্রাচ্য দেশ কাতার ও সৌদিআরবের মধ্যকার অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এই দুই দেশের সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার ঘোষণায় কেবলমাত্র নাগরিকরা নয় বরং অভিবাসীরাও ভাসছেন আনন্দের জোয়ারে।
কাতারে স্থানীয় বাজারে পণ্য প্রবেশের জন্য নয় শুধু বরং এই সীমান্ত একইসাথে কাতার ও সৌদির মিশ্র পরিবার গুলোর সদস্যদের আসা-যাওয়ার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর কাতারের স্থানীয় ও বসবাসরত বিদেশীদের অনেকে এই সীমান্ত পথে সৌদিআরবে যান ওমরাহ আদায় করতে। বিগত ২০১৭ সালের ৫ জুন থেকে কাতার ও সৌদির মধ্যে সব ধরণের সম্পর্ক বিচ্ছিন্ন থাকায় এই সীমান্ত পথ বন্ধ ছিল।
কাতার ও সৌদিআরবের এই বিভেদ নিরসন থেকে আরব ও মুসলিম এবং বিশ্ব মানবতার কল্যাণে সূচনা হোক নতুন উপসাগরীয় রাজনীতির শুভ হোক কাতার সৌদির সুসম্পর্ক।
এদিকে, সৌদি আরব সরকার কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ জানুয়ারী থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট সমুহ আবার নিয়মিতভাবে চলাচল করবে। বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীগণকে বিমানের ওয়েবসাইটে প্রদত্ত সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিমান বাংলাদেশ অফিস বলছে, ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।