সিবিএন ডেস্ক:
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ১৪ হাজার ৭৪৪ জন। যা একদিনে দ্বিতীয় সবোর্চ্চ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। একদিনে সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৩ হাজার ৮৮০ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

ভারতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ২২ হাজার জন আর প্রাণ হারিয়েছে ২৯৯ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোটি ২ লাখের বেশি আর মোট প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৮ হাজারের বেশি।

যুক্তরাজ্যে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৯৮১ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্ত ২৪ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৭৩ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৮ কোটি ৩০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫ কোটি ৮৮ লাখেরও বেশি মানুষ।