অনলাইন ডেস্ক : করোনা মহামারির কারণে জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই অটোপাস করানো হবে। তবে শিক্ষার্থীদের সার্টিফিকেটে কোনো জিপিএ থাকবে না।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
করোনাভাইরাসের কারণে এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণ হয়নি। ইতোমধ্যে শিক্ষাবোর্ডগুলো জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও সম্পন্ন করেছে। বোর্ডগুলো সকল শিক্ষার্থীদের উত্তীর্ণ সদন দেবে, কিন্তু কোনো নম্বরপত্র দেওয়া হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিছুটা মূল্যায়ন করেছি, সে মূল্যায়নপত্রও সংগ্রহ করব। কিন্তু শিক্ষার্থীদের কোনো নম্বরপত্র এবার দিচ্ছি না, এ কারণে জেএসসি-জেডিসির সনদপত্রে জিপিএ উল্লেখ থাকবে না।
করোনাভাইরাস চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হওয়ায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
-আরটিভি