সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার সাহিত্য একাডেমির ২০২১-২০২২’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি ও একাধিকবার মনোনিত সভাপতি লোকজ গবেষক, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, অনুবাদক, গবেষক, লেখক ও কবি রুহুল কাদের বাবুল।

নির্বাচন পরিচালনায় নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার একাডেমীর জীবন সদস্য বিশিষ্ট কলামিষ্ট, লেখক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পাবলিক প্রসিকউটার, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অন্য কোন প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় এদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসারে দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ার বদিউল আলম একই পত্রে স্বাক্ষরিত বার্তায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় মনোনিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট ছড়াকার মো: নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বিশিষ্ট গল্পাকার, কবি সোহেল ইকবাল, অর্থ সম্পাদক কক্সবাজার ল্যাবেরটরি স্কুলের অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও কবি মোহাম্মদ আমিরুদ্দীন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা, বিশিষ্ট আবৃত্তিশিল্পী, কবি শামীম আকতার, অফিস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি, কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা, লেখক, গবেষক, কবি ও সাংবাদিক আজাদ মনসুর।

একাডেমীর নির্বাচিত অফিস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক আজাদ মনসুর’র ইন্টারনেটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, নির্বাহী সদস্য মনোনিত হয়েছেন যথাক্রমে, কক্সবাজার আইন কলেজের অধ্যাপক, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী শামসুল আলম, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার সিনিয়র কর্মকর্তা, বিশিষ্ট গীতিকার-সুরকার, কবি, ছড়াকার ও শিল্পী নুরুল আলম, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও কবি কল্লোল দে চৌধুরী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও কবি তৌহিদা আজিম, কক্সবাজার মডেল কেজি স্কুলের শিক্ষক, বিশিষ্ট ছড়া এইচ এম জহিরুল ইসলাম (জহির ইসলাম) ও কবি ফোরকান আরা বেগম জোৎ¯œা (জোৎ¯œা ইকবাল)।