ওসমান আবির :

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।গতকাল রাতে উপজেলার হোয়াইক্যং এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

টেকনাফ ক্যাম্পের (সিপিসি-২) কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গতকাল রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়নের লাতুরিখোলা নামক এলাকায় মাদক উদ্ধারে যায়।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অবস্থানরত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়।নিজেদের জান-মাল রক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে।একপর্যায়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলাগুলি থেমে যায়।এরপর ঘটনাস্থল তল্লাশী করে র‌্যাব সদস্যরা একটি গুলিবিদ্ধ অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।পরে লাশটি র‌্যাব পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এছাড়া ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা,একটি দেশীয় তৈরি অস্ত্র,৩ রাউন্ড কার্তুজ ও একটি কমান্ডো নাইফ উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।