আবুল কাশেম সাগর,রামু :
রামু সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দেশ বরেণ্য জ্ঞান তাপস, লেখক, সাহিত্যিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রফেসর মোশতাক আহমদ এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলেের সভাপতিত্ব করেন অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হক। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শাহাব উদ্দিন, অধ্যাপক নিজামুল হক, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক আ ম.ম জহির, অধ্যাপক আক্তার জাহান কাকলী, অধ্যাপক অহিদুল কবির, অধ্যাপক মনির আহমদ, প্রভাষক বেলাল উদ্দিন, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়ুয়া, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আলা উদ্দিন। বক্তারা বলেন, প্রফেসর মোশতাক আহমদ ছিলেন দক্ষিণ চট্রলার অন্যতম জ্ঞান তাপস। তিনি শিক্ষা ক্ষেত্রে অতুলনীয় অবদান রেখেছেন। তার এ অবদানের কথা আজীবন স্মরণ রাখবে। সকালে খতমে কোরআন ও আলোচনা সভা পরবর্তী মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুল আমিন।