প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বৃহত্তর থিছড়ি সামাজিক উন্নয়ন ফোরাম সদ্য ৩৮ তম বিসিএস (শিক্ষা) উর্ত্তীন্ন অবসর প্রাপ্ত শিক্ষক ফররুখ আহমদ’র কন্যা হুমায়রা সুলতানা সুমি ও মাওলানা কবির আহমেদ এর সন্তান বক্কর রফিক।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সলিম উল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী, ৩৮ তম বিসিএস শিক্ষা ক্যাডার আবু বকর রফিক, হুমাইরা সুলতানা সুমি, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলীম, গর্জনিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার বি.এস.সি শিক্ষক নুরুল হাকিম, পেকুয়া মগনামা ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক আব্দুল হাকিম, নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া, খোলা কাগজের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নেজাম উদ্দীন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শফিউল আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়াব্যক্তিত্ব তৈয়ব উল্লাহ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের এম.ইউ.পি কবির আহমদ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের এম.ইউ.পি আব্দুল জব্বার, সাংবাদিক আব্দুল হামিদ,সাংবাদিক আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক আজিজ মাওলা, গোলাম মাওলাসহ গর্জনিয়া- কচ্ছপিয়া এবং পাশ্ববর্তী বাইশারী ইউনিয়নের বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এবং ফোরামের সকল সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরাম শিক্ষা বিস্তারে যে ভুমিকা রাখছে তা জাতি স্মরণ রাখবে।আমি মনে করি এটি শুধু থিমছড়ি এলাকায় সীমাবদ্ধ না থেকে জেলা ব্যাপী হওয়া উচিৎ, আমি ফোরামের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যৎতে থাকবো।

সংগঠনের সভাপতি মহিব উল্লাহ মুহিব জানান,বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের ৪র্থ তম “মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা’১৯ইং” বিগত ১৩ ইং ডিসেম্বর ২০১৯ইং তারিখে (শুক্রবার) অনুষ্টিত হয় । এতে গর্জনিয়া, কচ্ছপিয়া, বাইশারী ইউনিয়নের ৫ম ও অষ্টম শ্রেণির দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে১৪ জন সাধারণ, চারজন ট্যালেন্টপুল ও অষ্টম শ্রেণী থেকে চারজনসহ বৃত্তিপ্রাপ্ত হয় মোট২২জন এবং আমাদের গর্জনিয়ার কৃতি সন্তান আবু বকর রফিক ও হুমাইরা সুলতানা সুমি সদ্য ৩৮ তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে সংবর্ধিত করছি। আমরা সকল সদস্য বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরাম সদা শিক্ষা বিস্তারে কাজ করতে প্রস্তুুত।

উল্লেখ্য যে, এলাকার যুব সমাজকে সংগঠিত করে শিক্ষা বিস্তার, সামাজিক কর্মকাণ্ড, অসহায় ছাত্রদের পড়ালেখার দায়িত্ব নিতে, মহামারী অবস্থায় অসহায়দের কাছে ছুড়ে যেতে, (৫ম,৮ম, ১০ম, ইন্টারমিডিয়েট ) এ পড়ুয়া জি.পি.এ প্রাপ্ত ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধিত করতে, মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে প্রতি বছর” মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা” আয়োজন করতে ২০১৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশ অগ্রণী ব্যাংকের আইন কর্মকর্তা অ্যাড আনোয়ারুল হাকিম আরাফাত এ সংগঠনটি গঠন করেন।