নিজস্ব প্রতিবেদক:
‘স্বাধীন দেশে বাস করেও আমরা যেন এখন পরাধীন। কথা বলার অধিকার নেই, লেখার কোন অধিকার নেই। স্বাধীন ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা নেই। এটা তো স্বাধীনতা হতে পারে না। মহান মুক্তিযোদ্ধারা এমন দেশের জন্য যুদ্ধ করেননি।’

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ এমন মন্তব্য করেছেন।

তারা বলেন, দেশে বিভেদ নয়, আমরা চাই ঐক্য। চাই শোষনমুক্ত একটি বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।

সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আনছার হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনায় অংশ নেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, বর্তমান যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদার, কোষাধ্যক্ষ সৈয়দ আলম, সিনিয়র সদস্য রুহুল কাদের বাবুল, এম আর মাহবুব, ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, স ম ইকবাল বাহার চৌধুরী, জিয়াউল করিম, আজাদ মনসুর, আতিকুর রহমান মানিক, ইসলাম মাহমুদ, আজিজ রাসেল, নুরুল হক চকোরী, এইচএন আলম প্রমূখ।

আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধা, করোনায় মারা যাওয়া সাংবাদিক আবদুল মোনায়েম খানসহ করোনা আক্রান্ত সাংবাদিক এবং সাংবাদিকদের নিহত আত্মীয়-পরিজনদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন সদস্য নুরুল হক চকোরী।