আলীকদম সংবাদদাতা:
আলীকদম জোনের উদ্যোগে “সম্প্রীতির আলীকদম আন্তঃগোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০” এর উদ্বোধন হয়েছে আলীকদম উপজেলায়। শুক্রবার দুপুর ৩টায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন আলীকদম জোন কমাণ্ডার লে.কর্ণেল মনজুর হাসান, পিএসসি।

 

এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি ও আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোগ্য মার্মা প্রমুখ।

 

বান্দরবান পার্বত্য জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোস্তাফা জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোন কমাণ্ডার লেঃ কর্ণেল মনজুর হাসান, পিএসসি।

 

আলীকদম জোনের উদ্যোগে আয়োজিত ‘সম্প্রীতির ফুটবল কাপ টুর্নামেন্টে আলীকদম উপজেলার ২১ ফুটবল দল অংশ নিচ্ছে। শুক্রবারের উদ্বোধনী ম্যাচে ‘দুরন্ত চৌমুহনী একাদশ বনাব নয়াপাড়া একাদশ’ এর মধ্যকার উদ্বোধনী খেলায় ২ গোলের ব্যবধানে নয়াপাড়া একাদশ বিজয় অর্জন করেছে। ম্যাচ সেরা হয় খেলোয়াড় নির্বাচিত হন নয়াপাড়া একাদশের খেলোয়াড় মোহাম্মদ আরিফ।