মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট সোমবার(৭ ডিসেম্বর) এক অভিযান পরিচালনা করে ক্ষতিকারক রং
মিশ্রিত মাছ জব্দ করেছে। বিকেলে দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের
ইসলামিয়াহাট বাজারে রং মিশানো ফরমালিনযুক্ত মানব দেহের ক্ষতিকর এ সব মাছ
খেয়ে মানুষের শরীরে বিভিন্ন রোগ ছড়ায়। দীর্ঘ দিন ধরে রং মিশানো মাছ গুলো
বাজারে বিক্রি করছিল এক শ্রেণীর কিছু অসাধু ব্যবসায়ীরা। এ সময় রং মিশানো
৬মণ মাছ জব্দ করে পরে তা ভ্রাম্যমান আদালত ধ্বংস করেন এ সব মাছ। ইউএনও
রুহুল আমিন বলেন, কিছু অসাধু মাছ ব্যবসায়ী রং মিশ্রিত করে মাছ গুলো
বাজারে বিক্রি করছিল। মানবদেহের ক্ষতিকর এ সব মাছ জব্দ করে তা ধ্বংস করি।
বাজারে এ সব ব্যবসায়ীদের সতর্ক করেন যাতে ফরমালিন ও রং মিশ্রিত করে মাছ
বিক্রি করা থেকে বিরত থাকেন।