আলমগীর মানিক, রাঙামাটি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য্য নির্মাণে বিরোধিতার নামে উগ্র ধর্মান্ধ্য গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে পার্বত্য রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে রোববার দুপুরে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জেলা শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়াসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর সব মুসলিম দেশগুলোতেই ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজার বছরের শ্রেষ্ঠ এ সন্তানকে নিয়ে জাতীর গৃহীত কর্মসূচীকে নস্যাৎ করার জন্য তার ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। অন্যথায় দেশদ্রোহী এ অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক আপামর জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে কঠোর অবস্থানে যাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।