মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা’কে কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে। অপরদিকে, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী’কে কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আওয়ামীলীগের ২১তম জাতীয় কাউন্সিলে সংগঠনের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদত্ত ক্ষমতাবলে উল্লেখিত ২ জন আওয়ামীলীগ নেতাকে এসব দায়িত্ব দেওয়া হয়।

কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বুধবার ২৫ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। একই প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুতে সংগঠনের সহ সভাপতি নুর কুতুব আলম মান্নানকে কেন্দ্রীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে।