বলরাম দাশ অনুপম :

শুরু হয়েছে সনাতন সম্প্রদায়ের শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। ষষ্ঠীর মাধমে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিকে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের গোলদিঘীর পাড়স্থ ইন্দ্রসেন দুর্গাবাড়ি মহিলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিপুল সেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ। বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের সভাপতি তপন কুমার দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম ও সংষ্কৃতি ব্যক্তিত্ব নির্বাণ পাল। এতে বক্তারা বলেন-অসত্যকে পরিহার করে সত্যাগ্রাহী হতে হবে। সাধনার মাধ্যমে মনের ময়লা দূর করে সত্যের অনুসন্ধান করাই ধর্ম চর্চা। পরে অর্ধশত বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। রবিবার ষষ্ঠী পূজোর মধ্যে দিয়ে শুরু হওয়া শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা শেষ হবে মঙ্গলবার।