নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার আদর্শগ্রামে সেচ্ছাশ্রম ও সাধারন মানুষের অর্থায়নে মাটির রাস্তা নির্মাণ করা হচ্ছে। ওই গ্রামের বসবাসরত ধনী-গরীব মিলে নিজেরায় সেচ্ছাশ্রমে প্রায় দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে। সদর উপজেলা পর্যায়ে অভ্যন্তরীণ উন্নয়নে সরকারের নানা ধরণের প্রকল্প আসলেও রাস্তা নির্মাণে দীর্ঘ দিন ধরে এই গ্রামবাসীদের কপালে মাটির কিংবা পাকা সড়ক নির্মাণে কেউ এগিয়ে আসেনি। তাই জীবন-যাত্রার মান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে নিরুপায় হয়ে সেচ্ছায় শ্রম ও নগদ অর্থ দিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে তারা।

ঝিলংজার দক্ষিণ আদর্শ গ্রাম সমাজ পরিচালনা কমিটির সদস্যদের অর্থায়নে ৩০ বছরের দুর্ভোগ কাটিয়ে এলাকার জনসাধারণ এর সেচ্ছাশ্রমের মধ্য দিয়ে প্রধান চলাচলের রাস্তা নির্মান কাজের শুভ সূচনা করেন সমাজ সেবক সুলতান আহমেদ ও দক্ষিণ আদর্শ গ্রাম সমাজ পরিচালনা কমিটির সভাপতি সাইফুদ্দিন খালেদ সুমন, সাধারণ সম্পাদক কাজি রফিকুল ইসলাম।