খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি রামগড়ে খাগড়াবিল এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রামগড় উপজেলা যুবলীগের সভাপতি আবদুল কাদের কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উত্তোলনকৃত বালু জব্দ করেছে প্রশাসন।

রবিবার বিকালে উপজেলার রামগড় ১নং ইউনিয়নের খাগড়াবিল এলাকায় বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার মু.মাহমুদ উল্লাহ মারুফ ও সহকারি কমিশনার(ভূমি) সজিব কান্তি রুদ্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রামগড় উপজেলা সহকারি কমিশনার( ভূমি) সজিব কান্তি রুদ্র জানান, অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার আব্দুল কাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রামগড়ে পাহাড় কেটে মাটি ও অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে।ব্যক্তিমালিকানাধীন কিংবা সরকারি কোন পাহাড়ই বাদ যাচ্ছে না।