তাওহীদুল ইসলাম নূরীঃ
বিশ্বের সর্বকালের সর্বসেরা মহামানব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। গুগল ডটকমের র‍্যাংকিংয়েও বিশ্বের মহামানব হিসেবে প্রথম স্থানে তাঁরই নাম রয়েছে।

“who is the best man in the world- হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড” লিখে গুগলে সার্চ করলে যে তালিকা চলে আসে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে হযরত মুহাম্মাদ (সা.) এর নাম।

গুগলের এ তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে “Best Man In The World ’Prophet Muhammad’. অর্থাৎ ‘নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” বিশ্বের সেরা মহামানব’ #we_love_mohammad_ﷺ_challenge হ্যাশট্যাগটি ভাইরাল হয়েছে।

মুহাম্মাদ (সা.) সমগ্র বিশ্বে ইসলাম তথা শান্তির বার্তা ধারক ও বাহক। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনই রাজনৈতিক জীবনেও একজন সফল ব্যক্তিত্ব। সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি তার সাথে কারও তুলনা করা যায় না। বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা।

মৃত্যুর পূর্ব পর্যন্ত মুহাম্মাদ (সা.) এর নিকট আসা ওহীসমূহের একত্রিত রুপ পবিত্র কুরআন। পাশাপাশি হাদিস ও সিরাত (জীবনী) থেকে প্রাপ্ত তাঁ শিক্ষা ও অনুশীলন (সুন্নাহ) ইসলামী আইন (শরিয়াহ) হিসেবে বিবেচনা করা হয়।