হারুনর রশিদ, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবণ থেকে পড়ে মৃত্যুবরণ কারী শ্রমিকের নাম মানিক (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টার সময় এই দুর্ঘটনা ঘটে। সে স্থানীয় মনহাজির পাড়া গ্রামের মোহাম্মদ জিয়াবুলের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাতারবাড়ীর সিএনজি ষ্টেশনের প্রধান সড়কে স্থানীয় জাফর আলমের নির্মাণাধীন মার্কেটে কাজ করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজ এর বিদ্যুৎতের তারে জড়িয়ে দুতলা থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন এই শ্রমিক। আহত অবস্থায় স্থানীয়রা তাকে পার্শবতী চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রামে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন আহতের চাচা শওকত ইকবাল মুরাদ।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি এস আই সাখাওয়াত জানান, মাতারবাড়ীর সিএনজি স্টেশন এলাকার একটি মার্কেটে কাজ করছিলেন আহত শ্রমিক। কাজের একপর্যায়ে তিনি পার্শ্ববতী বিদ্যুতের লাইনে লেগে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।