শ্যামল রুদ্র, খাগড়াছড়িঃ
খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।
আদালতের তথ্যে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মনির হোসেন। ঘটনার ২ দিন পর পুলিশ তালা ভেঙ্গে বসতবাড়ি থেকে মনদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাশেদ বাদী হয়ে মামলা করে।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ জানিয়ে বলেন, ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজায় দণ্ডিত করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।