রাসেদুল ইসলাম মাহমুদ:

ফ্রান্সে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০অক্টোবর) জুমার নামাজের পর থাইংখালী স্টেশনের প্রধান সড়ক থেকে উত্তরে এবং দক্ষিনে নবীপ্রেমিক তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশনের চৌরাস্তার মোড়ে শেষ হয়।

মিছিলকারীরা রাসুলে কারীম স. এর অবমাননাকারী ফ্রান্সের বিরুদ্ধে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

সমাবেশে আব্দুল আওয়াল এর উপস্থাপনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন থাইংখালী স্টেশন মসজিদের ইমাম মৌলানা মোজাহার।

সমাবেশে বক্তব্য রাখেন- থাইংখালী স্টেশন জামে মসজিদের খতিব মৌলানা হাফেজ আব্দুল গফুর, বক্তব্য রাখেন আইনজীবী ও সমাজ সেবক এড. এম এ মালেক, পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক, ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, বিশিষ্ট টিকাদার হেলাল উদ্দিন, লোকমান হাকিম, অধিকার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক নুরুল আবছার সাজু, অধিকার বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক তাহিজু আক্তার জুয়েল, হাফেজ নুরুল আক্তার।জসীম উদ্দিন।

এ সময় সমাবেশে হাজারো মুসলিম জনতার উপস্থিতি দেখা যায়৷

বক্তাগন অনতিবিলম্বে নবীজির ব্যঙ্গচিত্র কারীদের প্রশ্রয়দাতা ফান্স সরকারের সর্ব প্রকারের পন্য বর্জন সহ বাংলাদেশে এদের দূতাবাসের তীব্রনিন্দা ও প্রতিবাদের দাবি জানান।

অন্যথায় এর চেয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি জানান।