শাহিদ মোস্তফা শাহিদ :

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ শফির জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষের ঢল নেমেছে। ৩০ অক্টোবর (জুমাবার) সকাল সাড়ে দশটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জানাজায় মোহাম্মদ শফির স্মৃতি চারন করে বক্তব্য রাখেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরী, ঈদগাঁও বিএমপির উপদেষ্টা আবু তাহের চৌধুরী, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বড় ভাই আলহাজ্ব আবদু রশিদ মেম্বার, ছোট ভাই শিক্ষক ও সাংবাদিক নুরুল আমিন হেলালী, ছেলে পিপলু। মরহুম মোহাম্মদ শফি গতকাল সকালে স্ট্রোক করলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩ কন্যা ও ২ ছেলের জনক। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ( ৪৫) তিনি ১৯৮৬ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিল। তার স্মৃতিচারন কালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। তার মৃতদের জানাজাস্থলে পৌছলে হাজার হাজার শুভাকাঙ্ক্ষী তাকে এক নজর দেখতে ভীড় জমান। জানাজায় বিএনপি, আওয়ামীলীগ, জামাতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক, ব্যবসায়ীসহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দক্ষিণ মাইজ পাড়া জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।