রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান করোনা জয় করে পুনরায় কাজে যোগদান করেছেন ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পুরোদমে পুনরায় অফিস শুরু করেছেন।
তিনি সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সনাতন ধর্মাবলম্বীদের বিসর্জনের স্থান পরিদর্শন করে আইনশৃংখলার সার্বিক খোঁজ-খবর নেন।
পুলিশ সুপার বলেন, বিসর্জন যাতে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে করা যায় সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।
উল্লেখ্য যে, গত ৩ অক্টোবর পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর শরীরে করোনা শনাক্ত হলে তার পর থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।
শনিবার (২৪ অক্টোবর) তার করোনা রিপার্ট নেগেটিভ আসে।
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান তার করোনামুক্ত হয়ে পুনরায় কাজ শুরু করার বিষয়টি নিয়ে এ প্রতিবেদক কে জানান, কক্সবাজারে আমি নতুন, তারপরও এখানকার মানুষের ভালবাসায় আমি সিক্ত। অনেকেই আমাকে হাসপাতালে দেখতে গিয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।
মোহাম্মদ হাসানুজ্জামান ( বিপিএম) ২৩শে সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন