অনলাইন ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ কর্তৃক মহানবী মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিমবিশ্বের বৃহত্তম সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়, ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত করে ফ্রান্স কর্তৃক ধর্মীয় প্রতীকের ধারাবাহিক অবমাননার তীব্র নিন্দা জানাচ্ছে ওআইসি।’

ধারাবাহিক ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ধর্মের প্রতি কটূক্তি করে ব্যঙ্গচিত্রের প্রকাশ পর্যবেক্ষণ করছে ওআইসি। রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে ফরাসি সরকারে অনেকে দায়িত্বশীল ব্যক্তিবর্গের বক্তব্য সবার মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যা মুসলিমদের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বিনষ্ট করবে এবং দলীয় স্বার্থ উদ্ধারের জন্য সবার মধ্যে ঘৃণ্য মনোভাব ছড়িয়ে দেবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ধর্মের নামে যেকোনো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় ওআইসি। এর আগে ফরাসি নাগরিক স্যামুয়েল পেটির নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানায় ওআইসি। ইসলামের সুমহান মূল্যাবোধের সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ হামলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে আইনের আলোকে প্রতিরোধ করা জরুরি।’

স্বাধীন মতপ্রকাশের নামে ধর্মের প্রতি অবজ্ঞা প্রদর্শন নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার নামের ধর্মীয় অনুভূতির অবমাননা ও কটূক্তির তীব্র নিন্দা জানায় ওআইসি। তাছাড়া সন্ত্রাসের সঙ্গে ইসলাম ও মুসলিমদের সম্পৃক্ত করার অপপ্রয়াসের প্রতিবাদ জানিয়ে বিশ্বের দেড় বিলিয়ন মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত থেকে বিরত থাকার আহ্বান করছে ওআইসি।’

সূত্র : ওআইসি ওয়েব সাইট