মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
হালদা নদীতে ফের ভেসে উঠল মরা ৯ কেজি ওজনের কাতাল মাছ। কাতাল মা-মাছটিকে আঘাত করার কারনে মারা গেছে বলে ধারনা করছেন নদীর পাড়ের স্থানীয়রা। বুধবার(২১ অক্টোবর) উপজেলার গড়দুয়ারা নয়ারহাট আইডিএফের সহযোগিতায় মাছটি উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাজমুল হুদা সাংবাদিকদের জানান, এর আগেও এর চেয়ে বড় মাছ মরা গেছে। মাছটি উদ্ধার করে নদীর পাড়ে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। মাছটির গায়ে আঘাতের চিহ্ন দেখা যায় বলে
জানান ওই মৎস্য অফিসার ও স্থানীয়রা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড: মনজুরুল কিবরিয়া বলেছেন,কেউ মাছটিকে আঘাত করে ধরার চেষ্টা করেছেন যার কারনে মাছটির পেটে আঘাতের চিহিৃত দেখা গেছে।