চকরিয়া সংবাদদাতা:

বাংলাদেশ শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ডুলাহাজারা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩ টায় রংমহলের কৃষক উন্নয়ন সমিতির মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামের কোরাআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ডুলাহাজারা শাখার সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংমহল কৃষক সমিতির সভাপতি মিন্টু দে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সিএ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক অত্র সংগঠনের সভাপতি মোঃ আলা উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি’র হাতেগড়া সংগঠন এটি। জনগণের আন্তরিকতায় শ্রমজীবী, কর্মচারী, পেশাজীবি, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে এ সংগঠন। অগ্রগতি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। এতে মানুষের স্বতস্ফুর্ত আগ্রহে আরো এগিয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংমহলের সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কুদ্দুস, সমাজ সেবক মিন্টু কুতুবী, নজরুল ইসলাম কোম্পানি, সমাজ সেবক রমজান আলী, সংগঠনের ৫নং ওয়ার্ড শাখার সভাপতি আক্তার আহমদ, ৬নং শাখার সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সকল শ্রেণীর পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন।