coxsbazar we are sorry

প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২০ ১২:৩৩

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


Md.max

Tale of a city


Muhammad Max


My beloved Cox’s Bazar, please forgive us, accept our apologizes for the negligence and injustice we did to you.

We are so sorry to ask your forgiveness for failing you.

You were born beautiful , you had all the resources , You made us optimistic , you gave us hope, you showed us the lights, the potentialities, you had saved us from dying, You had all we need but we destroyed you, we broke you in to the pieces, we ruined you, we couldn’t protect you, we failed to save you. Now, wherever we go, we are ashamed for the misdeeds we have done to you.

Your whole body fell in to parts, your solid foundation ripped through , your fit and nice figure razed to the ground.

‘ they ‘ raped you, ‘ they’ killed you, ‘they’ abandoned you, ‘ they’ never took care of you, ‘ they’ used you, ‘ they’ never loved you from their core of the hearts.

You helped in revenues, your salt, fish, forestry served the whole nation, your tourism helped our country to raise its head amongst the nations of the world, your sandy long beach made us proud , your hills islands, rivers, history, fauna and flora, your beauty, your capabilities made us feel alive, but in return , what have you got?

: Nobody comes to see you , no one likes to stay at your place, all avoid you and do know you the reason why ?

Your streets? Broken into pieces.

Your beach? Divided by the sands bags.

Your river? Encroached by the land grabbers .

Your trees? Cut into sizes.

Your fresh air? Polluted by the brick fields.

Your nature? Damaged by the negligence .

As our beloved homeland, your contributions can not be described in words, you bore us, you carried us, you educated us, you fed us, you host the largest refugees in the world, in return You got nothing .

We can only do a single thing just for you, shedding our tears, tears and tears.

The writer is the English correspondence of coxsbaarnews.com


প্রিয় কক্সবাজার আমরা দুঃখিত


– মোহাম্মদ ম্যাক্স

আমাদের ভালবাসার কক্সবাজার , দয়া করে আমাদের ক্ষমা কর, যে অবহেলা আর অন্যায় আমরা তোমার সাথে করেছি তার জন্যে আমরা কৈফিয়ত দিচ্ছি।

আমাদের ব্যার্থতার জন্যে ক্ষমা কর।

তুমি কতই সুন্দর ছিলে, তুমি শৌর্যবীর্যে পরিপূর্ণ ছিলে, তুমি আমাদের আশা জাগিয়েছিলে, তুমি আমাদের আলোর দিশারি , তুমি ছিলে খুবই সম্ভাবণাময়, তুমি আমাদের মৃত্যুর দুয়ার থেকে ফিরে এনেছ, আমাদের যা প্রয়োজন তোমার সব ছিল, কিন্তু, আমরা তোমাকে ধ্বংস করেছি, তোমাকে ভেংেগ টুকরো টুকরো করেছি,তোমার পতন ঘটিয়েছি, তোমাকে বাচঁাতে পারিনি, রক্ষা করতে পারিনি, আর এখন, আমরা যেখানেই যাই না কেন, তোমার সাথে করা কৃত অপরাধের কারনে আমরা লজ্জিত।

তোমার পুরু দেহ ভেংগে গিয়েছে, তোমার অবকাঠামো চুরমার হয়েছে, তোমার সুন্দর গঠন ফাটল ধরে মাটির সাথে মিশে গিয়েছে।

‘ তারা’ তোমাকে ধ্বংস করেছে, ‘ তারা’ তোমাকে গিলে খেয়েছে,’ তারা’ তোমাকে এড়িয়ে গিয়েছে, ‘ তারা ‘ তোমাকে কখনো ভালবাসেনি, ‘ তারা’ তোমাকে ব্যাবহার করেছে, ‘ তারা’ কখনো তোমার ভাল হউক তা চাইনি।

তুমি রাজস্ব দিয়েছ, তোমার মৎস, লবণ আর বনভূমি পুরু দেশ আর জাতির সেবা দিয়েছে,তোমার পর্যটন আমাদের বিশ্বের মাঝে বুক উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, তোমার পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বিস্তৃত সাগর পাড় আমাদের গর্ব, সে সাথে আছে তোমার নান্দনিক পাহাড়, দ্বীপ, নদী, ইতিহাস, পশুপাখি আর তোমার বৈচিত্র্যময় ঋতুর সমাহার।

তোমার সৌন্দর্য আর অপার সম্ভাবনা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়।

বিনিময়ে তুমি কি পেয়েছ?

এখন কেউ তোমাকে দেখতে আসেনা, কেউ তোমায় আর পছন্দ করেনা, সবাই তোমাকে ঘৃণা করে, এর কারন কি তুমি জান?

তোমার সড়ক? ভেংগে চৌচির ।

তোমার সাগর? বালুর ব্যাগ দিয়ে দিখন্ডিত।

তোমার নদী? ভুমিদস্যুরা দখল করে নিয়েছে।

তোমার বনভূমি? কেটে সেই কবেই সাবাড় ।

তোমার বিশুদ্ধ বায়ু? ইট তৈরীতে দূষণ ।

তোমার প্রকৃতি ? অবহেলায় বিদগ্ধ ।

আমাদের প্রিয় মাতৃভূমি কক্সবাজার , তোমার অবদান লিখে শেষ করা যাবেনা, তূমি আমাদের জন্ম দিয়েছে, লালন পালন করেছ, শিক্ষিত আর মানুষ করেছ, খাওয়েছ, দুনিয়ার সবচেয়ে বৃহৎ শরনার্থী তুমি আশ্রয় দিচ্ছ, বিনিময়ে তুমি কিছুই পাওনি।

আমরা তোমার জন্যে শুধু একটি কাজই করতে পারব, তাহল, তোমারি অসহায়ত্বে বিসর্জন দিলাম শুধু দুফোঁটা অশ্রু, অশ্রু আর অশ্রু।

লেখক কক্সবাজার নিউজের ইংরেজি প্রতিবেদক।