অনলাইন ডেস্ক:
‘মাস্ক না পরে বীরপুরুষ হওয়ার চাইতে ভাইরাসটিকে গুরুত্ব দিওয়া উচিত।’ করোনা আক্রান্ত ট‌্রাম্পের দিকে এভাবেই তীর্যক আক্রমণ করলেন জো বাইডেন।

মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মুখ থেকে একবারের জন্যেও মাস্কটি খোলেননি তিনি। তবে ট্রাম্প পজিটিভ হওয়ার আগের কথা মনে করলে দেখা যাবে, বিভিন্ন নির্বাচনী প্রচারে কথা বলতে গিয়ে মাঝেমধ্যেই মাস্ক খুলেছেন তিনি। এদিন নিজেও সাবধানী ছিলেন। গোটা দেশকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিলেন।

কিন্তু কথার ফাঁকে ফাঁকে নিজের প্রতিদ্বন্দ্বীর একটু নিন্দা করে নিতে ভুললেন না। প্রথম প্রেসিডেনশিয়াল ডিবেটে ট্রাম্প বাইডেনকে মশকরা করেছিলেন মাস্ক পরে থাকার জন্য। তার ওপরে প্রচারে মাস্ক ছাড়া ভাষণ দেওয়ার অভ্যাস ছিল তার। যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয়ে থাকত। এসব ঘটনারই উল্লেখ করলেন বাইডেন।
তার মতে, ‌দেশে যখন করোনার দাপট এই পরিমাণ, সেক্ষেত্রে এই ভাইরাসকে অবহেলা করে বীরপুরুষ হওয়াটা বোকামি। এখানে রাজনীতিকে দূরে রেখেই কথা বলছি। এম্নিতে চলে যাবে না এই করোনা। তার জন্য লড়াই করতে হবে।‌

আগামী চার সপ্তাহের মধ্যেই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের প্রচারে গিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বলের আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন ট্রাম্প। কিন্তু এর মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন তিনি। যার জেরে প্রচারপর্ব কিছুটা হলেও ধাক্কা খাবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প শিবিরও। আগামীদিনে ট্রাম্পের বেশ কয়েকটি জনসভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কিছু জনসভা অনলাইনে অনুষ্ঠিত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প শিবির।