অনলাইন ডেস্ক :  মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে ছড়িয়ে পড়া গুজব রোধে আবারও বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা হবে না- এই মর্মে সরকার কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে সাফ জানানো হয়েছে এই বিবৃতিতে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ‘এইচএসসি পরীক্ষা হবে না- এই মর্মে সরকার কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করেনি। পরীক্ষার্থীদের বারবার বলা হচ্ছে তারা যেন লেখাপড়া চালিয়ে যায়। শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এর আগে এইচএসসি পরীক্ষা শিগগির হবে- এমন গুজব ছড়িয়ে পড়লে বিবৃতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

সভা শেষে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তবে সেখানে এইচএসসি নিয়ে কোনো কথা হয়নি। তাছাড়া এই পরীক্ষা নিয়ে আলোচনা হবে, এ ধরনের সুনির্দিষ্ট কোনো কথাও আমি বলিনি।’

তিনি আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ১৫ দিন পর পরীক্ষা নিতে আমরা প্রস্তুত আছি। শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার তারিখ ঘোষণা করবে।’

-বাংলাদেশ জার্নাল