নিজস্ব প্রতিবেদক:
ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মাওলানা আজম মোবারক উল্লাহ ছিলেন একজন বিশ্বস্থ অভিভাবক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মাওলানা আজম মোবারক উল্লাহ’র স্মরণে মাদরাসা মিলনায়তনে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে বক্তারা এ কথা বলেন।

নতুন ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল মাওলানা মুজিবুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আবুল কাসেম সিকদার, পিটিএ সভাপতি সাংবাদিক শামসুল হক শারেক, শিক্ষকদের মধ্যে যথাক্রমে- মুহাদ্দিস মাওলানা মাহমুদুউল্লাহ ফারুকী, মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম, প্রফেসর ফরিদুল আলম, মাওলানা ফরিদ আহমদ ও মোহাম্মদ হারুন প্রমুখ।

বক্তারা বলেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল মরহুম মাওলানা আজম মোবারক উল্লাহ ছিলেন, একজন নিরব সংস্কারক। তিনি ছিলেন বহু গুণের অধিকারী। আজম মোবারক উল্লাহ ছিলেন মাদরাসার হাজার হাজার ছাত্রীদের বিশ্বস্থ অভিভাবক।

এই দোয়া মাহফিলের আয়োজন করে মাদরাসার প্রাক্তন ছাত্রী পরিষদ। পরিসদের আহবায়ক মোতাহারা হক ও সদস্য সচিব কুহিনূর আক্তারসহ প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা উপস্থিত ছিল।

অনুষ্ঠান শেষে তাঁর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।