বার্তা পরিবেশক:
কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকার দীর্ঘদিনের দৃষ্টিপ্রতিবন্ধী দোকানদার আব্দু রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিন দিন ধরে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন। তার ডান পা, অস্বভাবিক রকমের স্ফীতি(ফোলা) সৃষ্টি হয়েছে। অবস্থা সংকটময় হওয়ায় তাকে কক্সবাজার ডিজিটাল হস্পিটালে দ্রুত চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু টাকার সামর্থ্য না থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

দৃষ্টিপ্রতিবন্ধী আব্দু রাজ্জাক গোলদিঘির পাড়ে একটি পানের দোকানের মাধ্যমে উপার্জন করে পরিবার চালাতো। কিন্তু দিঘি সংস্কারের কারণে তার দোকানটি উচ্ছেদ হয়ে যায়। তিনি বর্তমাােন মার্কাজ মসজিদেও বিপরীতে একটি ভ্যানে তার অস্থায়ী পানের দোকানটি নিয়ে চালিয়ে আসছিলেন । কিন্তু সেখানে তার আয়ের অনেকটা কমে এসেছে।

স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সংসার। অসুস্থ হওয়ায় বর্তমানে তিনি কষ্টে আছেন। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।