নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সন্তান কবি জাহেদ সরওয়ারের সম্পাদনায় কক্সবাজারের বিভিন্ন সেক্টরে যারা আলো ছড়াচ্ছে বা ছড়িয়েছে তাদের নিয়ে ‘ আলোকিত কক্সবাজার’ নামে একটি সামাজিক ইতিহাসমুলক বই প্রকাশিত হতে যাচ্ছে। কারা স্থান পাবেন? কক্সবাজারের প্রতিটি উপজেলায় যাদের জন্য প্রযোজ্য। জনপ্রতিনিধি ( সংসদ সদস্য, সাবেক সাংসদ, প্রবীন রাজনীতিবিদ) সমাজসংস্কারক, স্কুল কলেজ মাদ্রাসার প্রতিষ্টাতা, শিল্পপতি ( সিআইপি, কোন শিল্প প্রতিষ্টানের মালিক, তরুণ উদ্যোক্তা) ব্যারিস্টার, ডক্টর, কবি- সাহিত্যিক ( কমপক্ষে ৫টি বই প্রকাশিত হয়েছে) শিল্পী ( যাদের এলবাম আছে, বেতার টিভিতে তালিকাভুক্ত) প্রবীন শ্রদ্ধেয় শিক্ষক, বিসিএস( প্রশাসন, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য), ক্রিড়া ব্যক্তিত্ব, আমলা, বেসরকারি প্রতিষ্টানের কর্ণধার। আপনার পাড়ায়, গ্রামে, উপজেলায় এরকম মানুষ থাকলে তাদের যোগাযোগ করতে বলুন। অথবা তথ্য পাঠিয়ে দিন।

ইমেইল: sjahedpoet @gmail.com অথবা ফোন: 01558082369।

উল্লেখ্য, কবি জাহেদ সরওয়ার জাতীয় পর্যায়ের একজন কবি ও কথা সাহিত্যিক। তিনি ইতোমধ্যে ১৪ টি বইয়ের লেখক। এর আগে তার সম্পাদনায় ‘ আলোকিত মহেশখালী’ নামে আরেকটি সামাজিক ইতিহাস ভিত্তিক বই প্রকাশিত হয়েছে ও মানুষের মনে স্থান করে নিয়েছে।