নিজস্ব সংবাদদাতা :
গণপরিবহনের নানা অনিয়মের বিরুদ্ধে শহরের কলাতলী এলাকা থেকে বিভিন্ন এলাকায় ৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

অভিযানে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৫টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কলাতলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে গণ পরিবহনের বিভিন্ন অনিয়মের কারণে উক্ত মামলা ও জরিমানা পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনায় বিআরটিএ কক্সবাজার সার্কেলের ইন্সপেক্টর আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি জানান, নতুন সড়ক পরিবহন আইনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে বিআরটিএ কক্সবাজার সার্কেলের আরিফুল ইসলাম টিপু।