ওসমান আবির :

কক্সবাজারের টেকনাফে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক মাদক পাচারকারীরা হলেন, মিঠাপানিরছড়া এলাকার মৃত হোছন আহম্মদ’র পুত্র নছর উল্লাহ, মৃত রমিদুল্লাহ’র পুত্র মোঃ নাঈমুল্লাহ এবং নুরু সালাম’র পুত্র মোঃ শফিক।

জানাযায়,কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের আওতাধীন টেকনাফে কোস্টগার্ড সদস্যরা রবিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়ন মিঠাপানির ছড়া এলাকায় একটি আলুর বস্তা বহনকারী মাদক পাচারে জড়িত সন্দেহভাজন তিন ব্যাক্তিকে তল্লাশী করে। এরপর তাদের সাথে থাকা আলুর বস্তা থেকে ১০ হাজার এবং দেহ আরো ১০ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড।

বিষয়ের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড পুর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক জানান, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদক পাচার প্রতিরোধ এবং জড়িত অপরাধীদের ধরতে কোস্টগার্ড সদস্যদের চলমান এই অভিযান অব্যাহত আছে।