সংবাদ বিজ্ঞপ্তি:
গত ১০ আগস্ট কক্সবাজার সদরের ঝিলংজার খরুলিয়া বাজারে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নবী হোসেন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৫নং আসামী করা হয়েছে খরুলিয়ার তরুন ব্যবসায়ী আবুু বক্কর ছিদ্দিক এর পুত্র জসিম উদ্দিনকে (৩০)। তাকে আসামি করায় ব্যাপক প্রতিক্রিয় সৃষ্টি হয়েছে এলাকায়।
দাবী ওঠেছে, মামলা থেকে তরুন ব্যবসায়ী জসিম উদ্দিনকে অব্যাহতি প্রদানের।
স্থানীয়রা বলছে, মাদক, সন্ত্রাসসহ যাবতীয় অপরাধকর্ম নির্মূলে তাদের পরিবারের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। আর এটি ধমিয়ে দিতে ব্যবসায়ী জসিমকে এই মামলার আসামী করা হয়েছে বলে মনে করছে এলাকাবাসি। তারা আরো বলছে প্রকৃত যারা ঘটনা ঘটিয়েছে তাদের আড়াল করতে এমন নিরঅপরাধ কিছু মানুষকে এই মামলার আসামী করা হয়েছে। আর এতে একটি চক্র কাজ করছে বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ইয়াবা ব্যবসায়ীকে যখন পাকড়াও করে তখন তার হাতে ধারালো ছুরি ছিল। এই ছুরি দিয়ে এলাকার চেয়ারম্যানকে আঘাত করেছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসি তাকে ধরে গণপিটুনি দেয়।তখনও মাদক ব্যবসায়ী নবী হোসেন ইয়াবা ব্যবসায়ী এলোপাতাড়ি ছরি দিয়ে সাধারণ মানুকে আঘাত করতে চাইলে এলাকাবাসি তাকে ধরে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে থানায় প্রেরণ করে। স্থানীয় জিয়া বলছে , জসিম উদ্দিন অত্যান্ত ভদ্র স্বভাবের সে দোকান থেকে সহজে কোথাও যায়না। আমার মনে হয়না সে এই গণধোলাইতে অংশ নিয়েছে। এটি তার পরিবারকে হেয় করতে এমন মামলার আসামী করা হয়েছে বলে মনে করছি।
প্রকৃতপক্ষে ঘটনায় কারা জড়িত তা তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে তার পরিবার ও স্থানীয়রা।
সেই সাথে তরুন ব্যবসায়ী জসিম উদ্দিনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন তারা ।
খরুলিয়ার তরুণ ব্যবসায়ী জসিমকে ফাঁসাতে আসামী করা হয়েছে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
